পাকিস্তান ও ভারত তাদের বিরোধ নিষ্পত্তির জন্য অর্থবহ সংলাপে বসবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। জাতিসংঘে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নোত্তরকালে মহাসচিব বলেন বিশ্বসংস্থা এ ক্ষেত্রে স্পষ্টভাবে তার দায়িত্ব পালন করেছে। তিনি উল্লেখ করেন যে জাতিসংঘ রিপোর্টে অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করার জন্য একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তি প্রচেষ্টার পরও দুই দেশের মধ্যে আলোচনায় ভারতের অনাগ্রহের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মহাসচিব ওই কথা বলেন। এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন