ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গুলিতে স্বাধীনতাকামীদের দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যটির বুদগম জেলায় এ ঘটনা ঘটে। তাছাড়া সংঘর্ষ এখনও চলছে।
স্থানীয় পুলিশ বলছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে। নিরাপত্তা বিবেচনায় ওই এলাকায় এখন সাধারণ মানুষ ঢুকতে পারছে না। পুলিশের পক্ষ থেকে আপাতত নিষেধ করা হয়েছে।
এদিক, কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতাকামীদের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযানে নামে ওই এলাকায়। পরে স্বাধীনতাকামীরা তাদের রুখতে চেষ্টা করে। তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই জন নিহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন