কৃষ্ণ সাগরে দুই জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ১৪ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ নাবিককে। সোমবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কেরচ প্রণালীর কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত দুই জাহাজই তানজানিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। দুই জাহাজে তুরস্ক ও ভারতের নাগরিকসহ মোট ৩১ জন আরোহী ছিলেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির একটি থেকে অন্যটিতে জ্বালানি তেল স্থানান্তর করা হচ্ছিল। এক পর্যায়ে উভয় জাহাজেই আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় জাহাজগুলোর আরোহীরা সমুদ্রের পানিতে লাফ দিলে হতাহতের ঘটনা ঘটে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন