শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পারিশ্রমিক না পেয়ে হোটেল ভেঙে দিলেন কর্মী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

লিভারপুলে নতুন তৈরি করা চকচকে একটি হোটেল বুলডোজার দিয়ে চুরমার করে দিয়েছেন এক শ্রমিক! পারিশ্রমিক না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। দেশটির পুলিশ জানিয়েছে, লিভারপুলের ওই হোটেল যাদের হাতে তৈরি হয়েছে তাদেরই এক শ্রমিক ওই কান্ড ঘটিয়েছেন। দীর্ঘ দিন ধরে পারিশ্রমিকের টাকা চেয়ে হন্যে হয়ে শেষমেশ এমন কাণ্ড ঘটিয়েছেন। ঘটনাটি গত সোমবার দুপুরের। বুলডোজার দিয়ে চুরমার করে দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, বুলডোজার দিয়ে রিসেপশন এরিয়া ভেঙে তছনছ করে দিচ্ছে ওই শ্রমিক। পাশেই অন্য শ্রমিকরা সহকর্মীর এমনতর কাণ্ড দেখছেন। ওই হোটেলের এক সিলিং রিপেয়ারার স্যামুয়েল হোয়াইট সাংবাদিকদের জানান, ‘২০ থেকে ৩০ মিনিট ধরে এই ধ্বংসের কাজ চালানো হয়েছে। ৬০০ পাউন্ড পেতেন তার ওই সহকর্মী। কিন্তু সে টাকা বহু দিন ধরে বাকি থাকায় শেষমেশ এমন কাণ্ড ঘটান। ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন