বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়ার নতুন রাজা মুস্তাফা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন আল সুলতান আবদুল্লাহ রি’য়াতুদ্দিন আল মুস্তাফা। তিনি দেশটির ১৬তম রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার নয় প্রদেশের সুলতানদের বৈঠকে নতুন রাজা নির্বাচিত হয়েছেন। নতুন রাজা মালয়েশিয়ার পাহাং প্রদেশর সুলতান। আর তার ডেপুটি নির্বাচিত হয়েছেন পেরাক প্রদেশর সুলতান নাজরিন শাহ। আগামী ৩১ জানুয়ারি তারা সিংহাসন আরোহন বা দায়িত্ব গ্রহণ করবেন। রাজা পঞ্চম মোহাম্মাদ সম্প্রতি পদত্যাগ করায় তার স্থানে নতুন রাজা নির্বাচিত করেছে দেশটি। দুই মাস চিকিৎসা ছুটিতে দেশের বাইরে থাকার সময় এক রুশ নারীর সাথে তার বিয়ের গুজব ওঠে। এই গুজবের রেশ ধরেই শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি। রাশিয়ার রাজধানী মস্কোতে সাবেক মিস মস্কোর সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। মাত্র ৪৭ বছর বয়সে দেশটির রাজা নির্বাচিত হয়েছিলেন মুহাম্মদ পঞ্চম। তবে পাঁচ বছর মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করার ঘটনাও এই প্রথম দেশটির ইতিহাসে। তার স্থানেই নির্বাচিত করা হলো নতুন রাজা। রাজা ৫ বছরের জন্য রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। আল-জাজিরা, স্টার অনলাইন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন