শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে ২৭ রোহিঙ্গা আটক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

অনুমতি ছাড়া রাখাইন ছেড়ে অন্যত্র ভ্রমণ করায় ২৭ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার পুলিশ। কাগজপত্রহীন এসব রোহিঙ্গা ইয়াঙ্গুন হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতী। গত ১৯ ও ২০ জানুয়ারি এদের আটক করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা রাখাইনে থাকলেও মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে না। ৮২-তে প্রণীত নাগরিকত্ব আইনের মাধ্যমে অস্বীকার করা হয় রোহিঙ্গাদের নাগরিকত্ব। এরপর কখনও মলিন হয়ে যাওয়া কোনও নিবন্ধনপত্র,কখনও নীলচে সবুজ রঙের রশিদ,কখনও ভোটার স্বীকৃতির হোয়াইট কার্ড,কখনও আবার ‘ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড’ কিংবা এনভিসি নামের রং-বেরঙের পরিচয়পত্র দেওয়া হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে। নাগরিকত্ব অস্বীকার করে রোহিঙ্গাদের রাখাইন ছাড়া মিয়ানমারের অন্যত্র ভ্রমণের অধিকার নিষিদ্ধ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি ইয়াঙ্গুন-মান্দালয় মহাসড়কের ১৩ নম্বর মাইল পোস্টের কাছে একটি যানবহন থেকে আটক করা হয় ১২ রোহিঙ্গাকে। পুলিশ জানিয়েছে তাদের ১০ জন পুরুষ ও দুই নারী। এদের পাঁচজন মিনবিয়া উপশহর এলাকার পিক থায় গ্রামের আর বাকিরা কিয়াকত্ওা উপশহরের থান তং গ্রামের বাসিন্দা। ইরাবতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন