শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বেনগাজি হামলাকারীর মৃত্যুদ- চাইবে না যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় অভিযুক্ত ইসলামপন্থি আহমেদ আবু কাত্তালার শাস্তি হিসেবে মৃত্যুদ- চাইবে না যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে করা একটি কোর্ট ফাইলে এমনটাই বলা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এর ফলে, কাত্তালা দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদ-ে দ-িত হবেন। ২০১২ সালে বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসীদের চালানো হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চারজন নিহত হন। ওই হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কাত্তালা। দুইবছর আগে কাত্তালা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে গ্রেফতার হন। এরপর তাকে বিচারের মুখোমুখি করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আইন কর্মকর্তারা অভিযোগ করেছেন, কাত্তাল ওই হামলার মূল হোতা। বেনগাজির ওই হামলা প্রতিরোধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যথেষ্ট পদক্ষেপ নেননি বলে সমালোচকেরা অভিযোগ করে আসছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন