ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানে তুর্কি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। গত বুধবার এক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী বলেছে, তুরস্কের হাক্কারি প্রদেশ ও ইরাকের উত্তরাঞ্চলে মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এবং এতে ১১ জন পিকেকে গেরিলা মারা গেছে। এছাড়া, মঙ্গলবার তুর্কি বিমান হামলায় দেশটির নুসাইবিন শহরে তিনজন ও সিরনাক শহরে চারজন মারা গেছে। গত কয়েক মাসে নুসাইবিন ও সিরনাক শহরে তুর্কি বিমান হামলায় প্রায় ৭০০ কুর্দি প্রাণ হারায়। ২০১৫ সালের জুলাই মাসে তুরস্কের সুরুক শহরে বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর তুরস্ক অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালাচ্ছে। এতে ৫,০০০’র বেশি কুর্দি নাগরিক মারা গেছে। তবে পিকেকে গেরিলাদের পাল্টা হামলায় ৩০০ সেনা মারা গেছে বলে তুরস্ক দাাবি করছে। রয়টার্স, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন