শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত করেছে সউদী

১০ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

এক বছরেরও বেশি সময় আগে শুরু করা ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে সউদী আরব। ২০১৭ সালের শেষ দিক থেকে শুরু হওয়া এ অভিযানে দেশটির কয়েকশ প্রিন্স, ধনকুবের ও শীর্ষ ব্যবসায়ী ধরপাকড়ের শিকার হয়েছিলেন। এ অভিযানে নগদ অর্থ ও সম্পত্তিসহ ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, অভিযোগ স্বীকার করা ৮৭ জনের সঙ্গে ফয়সালার মাধ্যমে সমস্যা মিটানো হয়েছে, ফয়সালায় রাজি না হওয়া আট জনকে সরকারি কৌঁসুলির জিম্মায় দেওয়া হয়েছে এবং অপরাধের অভিযোগ সাব্যস্ত না হওয়ায় অপর ৫৬টি মামলার নিষ্পত্তি বাকি আছে। ২০১৭ সালের নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ অভিযান শুরু করেছিলেন। অভিযান শুরুর পর দুইশরও বেশি প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করা হয়। এদের অনেককে রাজধানী রিয়াদের বিভিন্ন হোটেলে বন্দি করে রাখা হয়। এসব হোটেলের মধ্যে পাঁচ তারকা রিজ-কার্লটন হোটেলেও ছিল। সৌদি আরবের অভিজাতদের বিরুদ্ধে চালানো এ শুদ্ধি অভিযানে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন