শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গিনিতে স্বর্ণের খনি ধসে ১৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৭ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ১৭ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ।

গত রোববার ( ২ ফেব্রুয়ারি) সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের উপশহর নরাসোবার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বঙ্গৌরা বলেন, যেহেতু স্থানীয়রা বলছে এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খনির কর্মীরা বলেন, আমরা বহুদিন ধরে এই খনিতে কাজ করছি। দুর্ঘটনার কোনো ঝুঁকি আমাদের চোখে পড়েনি। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, খনিজসম্পদে সমৃদ্ধ গিনিতে প্রায়ই অবৈধভাবে খনি খুঁড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে সেখানে কাজ করা খুব বিপদজ্জনক।

গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে।

কিন্তু এসব খনিজ সম্পদ উত্তোলনের সঠিক ব্যবস্থাপনা হয় না বলে দেশটির মানুষের নুন আনতে পান্তা ফুরোয় দশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন