শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ফক্স নিউজের বিতর্কে যোগ দেবেন না ট্রাম্প

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নিবার্চনে রিপাবলিকানের অগ্রগামী প্রার্থী সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের প্রাথমিল নির্বাচনী বিতর্কে যোগ দেবেন না। এই বিতর্ক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার রাতে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডেনাল্ড এক সংবাদিক সম্মেলনে বিষন্নভাবে বলেন, সম্ভবত আমি ফক্স নিউজের বিতর্কে অংশগ্রহণ করবো না। তিনি বলেন, ফক্স’র সঙ্গে একটি বোঝাপড়ায় যেতে চাই। বিতর্ক অনুষ্ঠানে আমি কোনো বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। ট্রাম্প এই বক্তব্য রেখেছেন মারশালো টাউন লোয়া থেকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারক গ্রুপ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,ফক্স নিউজের বিতর্ক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন না। কারণ এই সময়ে তিনি আরেকটি অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। এই বিতর্ক অনুষ্ঠানে যোগ না দেয়ার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়েছে ফ্যাক্স নিউজের পক্ষে আমন্ত্রণকারী মেজিন কেলির উপস্থিতি। এই অনুষ্ঠানের ৩ জন মডারেটরের মধ্যে কেলি অন্যতম। ট্রাম্প তার সংবাদিক সম্মেলনে বেশ বিরক্ত হয়ে বলেছেন, আমি কোনোভাবেই মেজিন কেলির ভক্ত বা অনুরাগী নই। আমি মনে করি কেলি হলো তৃতীয় শ্রেণীর প্রতিবেদক। তিনি আরো বলেন, কেলি যার জন্য যা করেছেন তা কোনোভাবেই কল্যাণকর নয়। কেলি ছাড়া অন্য যারা আছেন তারা কেলি থেকে অনেক ভালো। ট্রাম্পের সংবাদ সম্মেলনের দিন সকাল বেলায় টুইটারে তিনি তার সমর্থকদের প্রতি লিখেছেন, তিনি কি বিতর্ক অনুষ্ঠানে যোগ দেবেন? তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, কেলি ভালো উপস্থাপক নয়। তর্ক বিতর্কের আগেই ট্রাম্প নিজে ও অন্যদের বিরক্তিকর তর্কের মধ্যে ফেলে দিয়েছেন। ফক্স নিউজ’র সিইও রোগার আইলস বলেছেন, আলোচিত বিতর্ক অবশ্যই হবে। আর তা কেলিই উপস্থাপনা করবেন। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন