শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরতে অভিযান

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরুর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এক মাসব্যাপী চলতে পারে এ অভিযান। অভিযানের মূল টার্গেট হচ্ছেন তারা যারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এখনো যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি। তবে ঠিক কবে থেকে এ অভিযান শুরু হচ্ছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি অভিবাসন কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি থেকে জুনে এ অভিযান শুরু হতে পারে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এযাবতকালের এটি সবচেয়ে অভিযান বলে মনে করা হচ্ছে।এ বছরের জানুয়ারিতে জর্জিয়া, টেক্সাস এবং নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দুই দিনব্যাপী একই ধরনের আরেকটি অভিযান চালানো হয়েছিল। ঐ অভিযানে ১২১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অধিকাংশই ছিল নারী ও শিশু। অভিবাসীবিরোধী এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে মধ্য যুক্তরাষ্ট্রে আসা নারী ও তাদের সন্তানরা। অবৈধ এসব অভিবাসীদের ধরে স্ব স্ব দেশে ফেরত পাঠানোই মূল লক্ষ্য। ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইতিমধ্যেই মাঠকর্মীদের মাসব্যাপী এই অভিযানের ব্যাপারে নির্দেশনা দিয়েছে। তাদের লক্ষ্য এমন সব মা ও সন্তানেরা, যাদেরকে আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হলেও তারা সেটা অমান্য করেছে। তাছাড়া যে সমস্ত মানুষ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় অভিভাবক ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, কিন্তু সম্প্রতি প্রাপ্তবয়স্ক হয়েছে তাদেরকেও এই অভিযানে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে রয়টার্স। অভিযান ঠিক কবে থেকে শুরু হবে সেটা এখনো জানা যায়নি। তবে অভিযানের খুঁটিনাটি বিষয় পরিবর্তিত হতে পারে বলে একটি সূত্র মত প্রকাশ করেছে। তবে এই ধরনের অভিযানের উদ্দেশ্যই হচ্ছে অবৈধ অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে নিরুৎসাহিত হয়। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন