ইনকিলাব ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান চলতি বছর হজে কোনো লোক পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে- সউদি আরব হজ ব্যবস্থাপনায় ইরানকে সহযোগিতা করতে অস্বীকার করেছে। গতবছর হজের শেষ মুহূর্তে মিনায় পদদলিত হয়ে দুই হাজারের বেশি লোক নিহত হলে তেহরান ও রিয়াদের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ইরানি নাগরিক, অন্তত ৪৬৪ জন। ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রী আলী জান্নাতি বলেছেন, এ বছর হজ পালনের মতো অবস্থা নেই। আমরা এ বিষয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু সউদি আরব সহযোগিতার হাত বাড়ায়নি; অনেক সময় নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, হজ পালনে সহযোগিতার বিষয়ে গত মাসে সউদি আরবে ইরানের একটি প্রতিনিধিদল চারদিন ধরে আলোচনা করেছে, কিন্তু তেহরানে সউদি দূতাবাস ও ইরান থেকে সউদি আরবে বিমানের ফ্লাইট বন্ধ থাকার কারণে তা সম্ভব হয়নি। আইআরআইবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন