শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারপাতে ১১শ’ সড়ক বন্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কয়েকদিনের অব্যাহত তুষারপাতে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ১১শ’ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় পানি সরবরাহ লাইনেও জটিলতা দেখা দিয়েছে। এদিকে, আগামী কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এরইমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল পর্যন্ত বেশ কিছু সড়কে জমে থাকা তুষার সরিয়ে নেওয়া হয়েছে। তবে শনিবারের মধ্যে সব সড়ক যেন যোগাযোগ উপযোগী হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পানি সরবরাহ লাইন ও বিদ্যুৎসংযোগ লাইনের জটিলতা নিরসনে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। এছাড়া জনগণের জন্য প্রয়োজনীয় সেবা চালু রাখতে সরকারের পক্ষ থেকে ৩৫ কোটি রুপি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন