শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঝড়ে সিডনির জনজীবন বিপর্যস্ত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে মারাত্মক ঝড় আঘাত হানায় হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শনিবার আঘাত হানা এ ঝড়ে যানবাহন চলাচলে বিঘি্নত হচ্ছে এবং জাতীয় ফুটবল ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। শুক্রবারও সিডনিতে প্রচণ্ড ঝড়, বজ্রসহ প্রবল বৃষ্টি হয়। কিছু এলাকায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে ৩০ মিনিট ধরে ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে নগরীর প্রধান সড়কসমূহে বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি, ভাঙা ট্রাফিক লাইট ও গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। এদিকে বিদ্যুৎ কোম্পানী জানিয়েছে, ঝড়ের সময়ে ৪০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। শনিবারেও পাঁচ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সিডনি এলাকায় এক হাজারেরও বেশি লোক জরুরি সহায়তার জন্যে অনুরোধ জানিয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে থাকা গাড়ি উদ্ধারের অনুরোধ জানিয়েছে। সরকারের জরুরি সেবা সংস্থার মুখপাত্র এ কথা জানান। এদিকে ঝড়ের কারণে সিডনি বিমানবন্দরে বিমান চলাচলে বিলম্ব এবং নগরীর ট্রেন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে নারী ফুটবলারদের একটি জাতীয় ম্যাচের খেলা দুই দফায় ৪৫ মিনিট পেছাতে হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন