দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে ভারি বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে অন্তত আট জন নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকিপা অঞ্চলের দুটি শহরে ভূমিধসে অন্তত তিন জন নিহত হয়েছেন। নিজেদের গাড়ির ভিতরে অনেকে জীবিত অবস্থায় চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। এই অঞ্চল থেকে ৫০ কিলোমিটার দূরে রিও গ্রান্দে শহরের একটি খনিতে অপর এক ভূমিধসের ঘটনায় দুই শ্রমিক মারা গেছেন। ব্যাপক বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় মোকেগুয়া ও তাকনা অঞ্চলের বেশ কয়েকটি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিলির উত্তরাঞ্চলীয় প্রদেশ এল লোয়া ও আন্তোফাগাস্তায় কয়েকদিনের ব্যাপক ঝড়বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও সেতু-কালভার্ট ধ্বংস হয়েছে। এখানে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন