কয়েক ডজন আক্রমণাত্মক মেরু ভালুকের উৎপাতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে রাশিয়ার একটি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ। মেরু ভালুকগুলো দেশটির আর্কটিক অঞ্চলভুক্ত দ্বীপপুঞ্জ নোভায়া জিমলিয়ার বাড়িঘরে ও সরকারি দপ্তর ভবনগুলোতে উৎপাত শুরু করায় শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, “মেরু ভালুকরা জনবসতি এলাকায় ব্যাপক উৎপাত চালাচ্ছে।” এ উৎপাত সামাল দেওয়ার জন্য প্রায় তিন হাজার বাসিন্দার দ্বীপপুঞ্জটির কর্তৃপক্ষ সাহায্যের আবেদন জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার কর্তৃপক্ষ ভালুকদের গুলি করার অনুমতি দেয়নি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন