যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্ম চালু রেখে সম্ভাব্য শাটডাউন এড়াতে প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা হয়েছে। সর্বদলীয় ওই সমঝোতার বিস্তারিত জানা যায়নি। তবে এতে ১ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলারের একটি চুক্তির কথা বলা হয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৮৮ কিলোমিটার বেষ্টনী তৈরি সম্ভব হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫০৬ কোটি টাকারও বেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। এর আওতায় সীমান্তের নির্দিষ্ট কিছু স্থানে প্রযুক্তিগত যন্ত্রপাতি বৃদ্ধি করা হবে।এতে অভিবাসীদের বৈধতা যাচাই সহজ হবে। এছাড়া এ বরাদ্দের আওতায় আরও অধিক সংখ্যায় কাস্টমস কর্মকর্তা নিয়োগ ও মানবাধিকার খাতে অর্থ খরচের সুযোগ তৈরি হবে। গত কয়েকমাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ ৫ দশমিক ৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি দাবি জানিয়ে আসছিলেন। ওই বরাদ্দ অর্থহীন বলে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতার তা প্রত্যাখ্যান করেন। ফলে গত বছরের শেষভাগে এসে কেন্দ্রীয় সরকারের খরচ বরাদ্দ আটকে যায় এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সময়ের জন্য শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক সাময়িকভাবে বন্ধ থাকে। পরে সীমান্ত দেয়ালের অর্থ বরাদ্দের সমঝোতা চুক্তির শর্তে তিন সপ্তাহের জন্য ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত শাটডাউন থামিয়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম সাময়িকভাবে চালু হয়। এখন সেই চুক্তির বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমঝোতার খবর পাওয়া যাচ্ছে। ভয়েস অব আমেরিকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন