শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়াচ্ছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর বাড়ানো হচ্ছে প্রশাসনের নজরদারি। ‘হেট স্পিচ এবং চরমপন্থা’কে পুরোপুরি প্রতিহত করতে পাক সরকার এ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। দেশটিতে ‘চরমপন্থা’কে উস্কে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে একজন সংবাদকর্মীকে গ্রেফতারের একদিনের মাথায় এই ব্যবস্থাটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের যাবতীয় কার্যকলাপে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে এ সংক্রান্ত এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। সূত্র : ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন