একসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে একহাত নিলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। এই দুই দল যখন সরকার গঠন করেছে, তখনই দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে অভিযোগ তাঁর। দুই দলের মধ্যে আদৌ কোনও ফারাক আছে কি না তা মানুষই বিচার করবে বলে মত প্রকাশ করেন তিনি।
মায়াবতী বলেন, ‹কংগ্রেসের সরকার আগের বিজেপি সরকারের মতোই গোহত্যাকারী সন্দেহে মুসলিমদের উপর নিষ্ঠুর আচরণ করছে।› মধ্যপ্রদেশে নবনির্বাচিত কমল নাথের সরকার গো-হত্যাকারী সন্দেহে অনেকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে মায়াবতীর এই মন্তব্য। একইসঙ্গে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার তীব্র সমালোচনা করেন তিনি।
এদিকে, মধ্যপ্রদেশের মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, দলের ইস্তাহার মেনেই কাজ করছে সরকার। মায়াবতীর কোনও বক্তব্য থাকলে তিনি চিঠি লিখে জানান। সরকার আলোচনায় রাজি আছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন