কাজের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণ করল বৃদ্ধ। ঘটনাস্থল মুম্বাই। পুলিশ সূত্রে খবর, দেরিতে বাড়ি ফিরেছিল বলে নির্যাতীতা কিশোরীরকে বকাঝতা দিয়েছিল পরিবাবরের লোকজন। অভিমানে ঘর থেকে বেরিয়ে রেলের প্ল্যাটফর্মের এক বেঞ্চে বসে ছিল ওই কিশোরী। সেই সময় গণেশ কৃষ্ণ শেঠি নামে বছর ষাটের বৃদ্ধ তার ওষুধের দোকানে কাজ দেবেন বলে জানায়। এর পর স্টেশনের পিছন দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে চলে যায়। রাতের বেলা একা কাঁদতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞেস করলে, সমস্ত ঘটনার কথা খুলে বলেন সে। এর পর সিসিটিভির ফুটেজ দেখে বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন