বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২ মার্চ পর্যন্ত গ্রেফতার নয় রবার্ট ভদ্রকে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদ্রকে কিছুটা স্বস্তি বেআইনি সম্পত্তির মামলায় এখনই গ্রেফতারি নয় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে। তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করে দিল দিল্লির আদালত। এই সুরক্ষাকবচের জোরে এখনই তাঁকে গ্রেফতার করতে পারবেন না ইডি কর্তারা।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদ্রকে কিছুটা স্বস্তি দিয়ে অন্তর্বর্তী সুরক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি অরবিন্দ কুমার। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আইনজীবী নীতেশ রানা আদালতে জানান যে রবার্ট ভদ্রকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি তদন্তের কাজে সহযোগিতা করছেন না বলেও ইডির তরফে অভিযোগ করা হয়। সেই কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করার আর্জি জানানো হয়।
ইডির তোলা অভিযোগ অস্বীকার করেছেন ভদ্র। তদন্তকারী সংস্থা ডাকলেই তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্ট ভদ্রর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত। তার মেয়াদ এবার ফের বাড়ানো হল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন