শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের একদিনের মধ্যে বিলম্বিত হওয়ার পর আগামীকাল সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। যুবরাজের সফরের সময় নাগরিকদের যেন অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সরকার একথা জানিয়েছে। স্কুল, কলেজ ও অফিস সোমবার বন্ধ থাকবে। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করেছেন যে, ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে কনস্টিটিউশন অ্যাভিনিউতে অবস্থিত সমস্ত ফেডারেল সরকারি অফিসগুলি বন্ধ থাকবে। ১৭-১৮ ফেব্রুয়ারি সউদী যুবরাজ পাকিস্তান সফরে যাবেন বলে শুক্রবার জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর আগে গতকাল শনিবার আসার কথা ছিল। উন্নয়ন বিষয়ক সূত্রে এক্সপ্রেস ট্রিবিউনকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার নূর খান এয়ারবেসে তাদের ‘অভূতপূর্ব উষ্ণ অভ্যর্থনা’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ক্রাউন প্রিন্স মোহাম্মদকে সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘নিশান-ই-পাকিস্তান’ প্রদান করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন