বোরকা পরে নারীদের টয়লেটে প্রবেশের কারণে ভারতের গোয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার নাম ভার্জিল ফার্নান্দেজ। তিনি রাজ্য সরকারের ৩৫ বছর বয়সী একজন কর্মচারী। শনিবার তিনি গোয়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ওই পোশাকে নারীদের টয়লেটে প্রবেশ করেন। এক পর্যায়ে তার ভিতর থেকে বেরিয়ে আসার সময় তিনি ধরা পড়েন। গোয়া পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, তার বিরুদ্ধে মুসলিম নারীদের পোশাকে ছদ্মবেশ ধারণ করার দায়ে অভিযোগ আনা হয়েছে। তিনি পানাজি এলাকায় ওই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কি উদ্দেশে তিনি এ কাজ করেছেন তার বিস্তারিত জানা যায়নি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন