শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নানাবিধ সংশয়-শঙ্কায় ব্রেক্সিট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিচ্ছেদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ২৯শে মার্চ ব্রিটেনকে অবশ্যই ইইউ ছাড়তে হবে। সে অনুযায়ী, চুক্তি চূড়ান্ত করার জন্য ব্রিটেনের হাতে সময় আছে মাত্র ৩৯ দিন। ব্রেক্সিটের সঙ্গে ব্রিটিশদের ভাগ্য জড়িত থাকলেও ব্রিটেন এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। অদূর ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত আসবে, সে সম্ভাবনাও কম। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার আদৌ ঠিক হচ্ছে কি না সে প্রশ্নে ব্রিটেনে দ্বিতীয় গণভোটের দাবিও উঠেছে। এমন পরিস্থিতে ব্রেক্সিট নিয়ে নানাবিধ সংশয় ও শঙ্কা দেখা দিয়েছে। ২০১৬ সালের গণভোট অনুসারে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য বৃটিশ সরকার ইইউর সঙ্গে এখনো কোন আনুষ্ঠানিক চুক্তি পৌঁছতে পারেনি। ব্রেক্সিট পরবর্তী দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও মতবিভেদ রয়েছে। পার্লামেন্টে চেকার্সের খসড়া ব্রেক্সিট চুক্তির ওপর ভোটাভুটিতে প্রধানমন্ত্রী তেরেসা মে শোচনীয় পরাজয় দেখেছেন। এমনকি নিজ দল কনজারভেটিভ পার্টির উল্লেখযোগ্যসংখ্যক সদস্যও প্রধানমন্ত্রীর খসড়া চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এমন পরিস্থিতিতে কোণঠাসা অবস্থায় থাকা তেরেসা মে তার ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মূলত, আগের খসড়া চুক্তিতেই সামান্য পরিবর্তন এনে পার্লামেন্টের অনুমোদন লাভের প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এতে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে হার্ড কাস্টমস সীমান্ত সৃষ্টিকে এড়িয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে তিনি তার পরিকল্পনা নিয়ে পার্লামেন্ট আরো একবার পরাজয়ের মুখোমুখি হয়েছেন। ইকোনোমিস্টস জানিয়েছে, চুক্তিবিহীন ব্রেক্সিটের ফল হবে ভয়াবহ। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন