মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের অর্থের জন্য কয়েকশ কোটি ডলার সংগ্রহে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে টেক্সাসের তিন ভূমি মালিক ও একটি পরিবেশবাদী সংগঠন প্রথম মামলাটি করেছে। ভোক্তা উপদেষ্টা সংগঠন পাবলিক সিটিজেন (পিসি) এ তথ্য জানিয়েছে। শুক্রবার কলাম্বিয়া জেলার ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে প্রকল্পের অর্থ সংগ্রহ হলে টেক্সাস জমি মালিকদের সম্পত্তির ওপর সীমান্ত প্রাচীর গড়ে তোলা হবে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে জমি মালিকরা এ মামলা করেছেন। মামলার তিন বাদী টেক্সাসের স্টার কাউন্টির প্রাইভেট সিটিজেন (যাদের দখলে কোনো সরকারি জমি নেই)। ২০১৭ সালের পরিসংখ্যান অনুসারে কাউন্টিটির অধিবাসীর সংখ্যা প্রায় ৬৫ হাজার। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন