পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। শনিবার রাতে ওই ওয়েবসাইট দুটি হ্যাক হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে ওই ওয়েবসাইট দুটি হ্যাক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী (সিআরপিএফ) নিহত হওয়ার পর পাক সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, যদিও পাকিস্তানের ভেতরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের কার্যক্রমে কোন সমস্যা দেখা দেয়নি। তবে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং সউদী আরবের ব্যবহারকারীরা এই ওয়েবসাইটে ঢুকতে পারেননি। পাকিস্তানের সেনা ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছিল না। বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ৪০ সিআরপিএফ সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন