শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সবচেয়ে দ্রুতগামী ট্রেন দ্রুতই বিকল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উদ্বোধনের একদিন পর প্রথম যাত্রাতেই বিকল হয়ে পড়েছে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ভারতের স্ব-নির্মিত এই আধা উচ্চ-গতির বান্দে ভারত এক্সপ্রেস বারানসি শহর থেকে রাজধানী দিল্লি ফিরছিল। কিন্তু তখনই ব্রেক বা গতিরোধক আটকে গিয়ে বিকল হয়ে যায় ট্রেনটি। ট্রেনটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যম রেলবিভাগের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলার সময় সম্ভবত কোনো গবাদিপশুর গায়ে ধাক্কা খেয়েছে ট্রেনটি। পরীক্ষাকালীন ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলেছে এই ট্রেন। কিন্তু বাস্তবে চলার সময় গতিরোধক বিকল হয়ে পড়লে চালক ট্রেনের শেষ চার কোচে ধোয়া দেখতে পান। এছাড়া সকল কামরাতেই বিদ্যুত চলে যায়। দিল্লি ফিরতে যাত্রীদেরকে অন্য ট্রেন ধরতে হয়। এদিকে রেলওয়ে মন্ত্রণালয় যদিও বলছে ট্রেনটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে হয়তো বিকল হয়েছে, এনডিটিভি জানিয়েছে ট্রেনের সামনে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। রোববার থেকে এই নতুন রেল সেবা বাণিজ্যিকভাবে চলাচল শুরু করার কথা। এই সেবা চালু হলে দিল্লি ও বারানসির মধ্যে চলাচলে ৬ ঘণ্টা সময় কম ব্যয় হবে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন