সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘নিশানে পাকিস্তান’ এ ভূষিত করেছে পাকিস্তান। সোমবার সফরের দ্বিতীয় দিনে এ সম্মাননা পেলেন সউদী ক্রাউন প্রিন্স। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সফরের দ্বিতীয় দিনে সউদী যুবরাজ সালমান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়। এর আগে, রোববার পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে সউদী আরব। এরপর দিনই এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন বিন সালমান। বিশ্লেষকরা বলছে, পাকিস্তানের জন্য এই বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ কারণ দেশটি এখন অর্থনীতি সংকটে ভুগছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন