শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পকে ইসলাম শেখানোর আগ্রহ সাদিক খানের

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম শেখাতে চান লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাদিক খান বলেন, তার কাছে ইসলাম শেখার জন্য রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনে স্বাগত জানানো হবে। ট্রাম্পকে ইসলাম এবং পশ্চিমা সমাজের সঙ্গে এর সঙ্গতি বিষয়ে শিক্ষা দিতে আগ্রহের কথা জানান তিনি। ইসলাম বিষয়ে ট্রাম্পের অজ্ঞতার কথা উল্লেখ করে পাকিস্তানের বাসচালকের স্বনামধন্য এই ছেলে বলেন, ট্রাম্প না বুঝেই জঙ্গিদের হাত ধরে খেলা করছেন। তিনি আরো বলেন, এটা (ইসলাম) পশ্চিমা সমাজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এখানে মুসলিম হওয়াটা অসঙ্গত। আমি মনে করি এমনটা ধারণা করা বিপজ্জনক, সত্যিই বিপজ্জনক। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনোতে সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমদের নিষিদ্ধ করার কথা বলে ব্যাপক সমালোচনার জন্ম দেন ট্রাম্প। অবশ্য সম্প্রতি তিনি তার মুসলিম-বিদ্বেষী নীতি থেকে অনেকটা সরে আসছেন। মেয়র সাদিক খান বলেন, আমি চাই ডোনাল্ড ট্রাম্প লন্ডনে আসুক। একজন মূলধারার মুসলিম হিসেবে আমি নিজেকে তার সঙ্গে পরিচিত করাতে চাই এবং বলতে চাই, পাশ্চাত্যের উদার মূল্যবোধসম্পন্ন সমাজে বাস করে আমি খুবই স্বাভাবিক বোধ করি। আমি তাকে এদেশের আরো লাখো মুসলিমের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চাই, যারা ব্রিটিশ হিসেবে এবং পশ্চিমা হিসেবে নিজেকে ভাবতে পছন্দ করে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের সাত তারিখে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেন পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান। মার্কিন নির্বাচনে হিলারিকে সহায়তা করবেন বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। ট্রাম্পের মুসলিমবিদ্বেষী নীতির একজন সমালোচক সাদিক খান। এর আগে লন্ডনের নতুন মেয়র সাদিক খান ট্রাম্পের মুসলমানবিদ্বেষী মনোভাব প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে জয় পেলে কোনো মুসলমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। যা খুবই দুঃখজনক। এর পরেই সুর পাল্টিয়ে ট্রাম্প সাদিকের কথার জবাবে বলেন, আর কোনো মুসলমান না পারলেও লন্ডনের মেয়র হিসেবে সাদিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। আর এর মধ্য দিয়েই সাদিকের মুসলমানদের প্রতি নমনীয় হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন