ইনকিলাব ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের গুনতুর জেলার লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন শপিংমলের দেয়াল ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনের নির্মাণকাজ করার সময় হঠাৎ করেই মাটিসহ এর দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত ৮ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। অপরজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন