মার্কিন ভূতাত্তি¡ক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে পেরু-ইকুয়েডর সীমান্ত এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভয়াবহ এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির আম্বাটো থেকে ২২৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এলাকায়। এটির গভীরতা ছিল ১৩২ কিলোমিটার। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ১৭ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ৭ দশমিক ৭ বলে জানিয়েছিল ইউএসজিএস। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি হওয়ার কোনও ঝুঁকি নেই এবং প্রাথমিক খবরে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন