মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেলি ক্র্যাফটকে জাতিসংঘের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। কেলি বর্তমানে কানাডায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘে নিকি হ্যালির জায়গায় নিযুক্ত হবেন। কেলি ক্র্যাফটকে মনোনীত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, “তিনি আমাদের জাতির জন্য চমৎকারভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং আমার কোনো সন্দেহ নেই যে, কেলির নেতৃত্বে আমাদের দেশকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কেলি ক্র্যাফটকে “অত্যন্ত যোগ্য ব্যক্তি” হিসেবে উল্লেখ করেন। তিনি আমেরিকার জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে কানাডায় চমৎকারভাবে কাজ করেছেন। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন