সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

থাইল্যান্ডে দুই পুলিশকে হত্যা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে দুই পুলিশ সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছে। একটি চায়ের দোকান থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ বুধবার একথা জানিয়েছে। অঞ্চলটিতে গত ১৫ বছর ধরে রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতা চলছে। ২০০৪ সাল থেকে জাতিগত মালয় মুসলিম বিদ্রোহী ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাই রাষ্ট্রটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় ৭ হাজার লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। প্রায় একশ বছর আগে অঞ্চলটি থাইল্যান্ডের সাথে যুক্ত হয়। লেফটেন্যান্ট সারাইউথ কোতচাওং বলেন, মঙ্গলবার মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের একটি চায়ের দোকানে প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি ওই পুলিশ সদস্যদের অপহরণ করে। সারাইয়ুথ বলেন, ‘অপহরণকারীরা দুই পুলিশ সদস্যকে অপহরণ করেছে। তারা তাদের বন্দুক ছিনিয়ে নেয় ও জোর করে একটি ট্রাকে তুলে নিয়ে যায়।’ এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন