শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের দাবি উড়িয়ে দিলেন ইমরান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তানের বালাকোটের কাছে একটি সন্ত্রাসী শিবির হামরা করে গুড়িয়ে দেয়ার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে ভারতের দাবি উড়িয়ে দিয়ে বলেন, ভারতের এই আগ্রাসনের জবাব পাকিস্তান সুবিধাজনক সময় এবং স্থানে দেবে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এনএনসি বলছে, বালাকোটের কাছে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার যে দাবি ভারত করছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। একইসঙ্গে যে ক্ষয়ক্ষতির দাবি করছে তাও প্রত্যাখ্যান করা হচ্ছে।’ এনএসসি জানায়, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা নিতেই দেশটির সরকার এ হামলা চালিয়েছে। এতে করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ভারতের হামলা চালানোর যে দাবি করেছে তার সত্যতা বিশ্বকে জানানোর জন্য হামলাস্থলটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। দেশ-বিদেশের সাংবাদিকদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের এ আগ্রাসনের প্রতিক্রিয়া পাকিস্তান সময়মত দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বুধবার
ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)’র একটি বিশেষ বৈঠক করেছেন। দ্য নিউজ পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন