শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৩শ’ কোটি ডলারের দীর্ঘতম রেলপথ নির্মিত হচ্ছে কেনিয়ায়

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশগুলোতে সামগ্রিক খাতেই দ্রুত উন্নয়ন ঘটছে। এই অঞ্চলের দেশ কেনিয়ায় বাস্তবায়িত হচ্ছে উচ্চাভিলাষী ১৩৮০ কোটি ডলারের রেলওয়ে প্রকল্প। ১৯৬৩ সালে স্বাধীনতা লাভের পর কেনিয়ায় এই প্রকল্পটিকে সবচেয়ে বড় প্রকল্প হিসাবে গণ্য করা হচ্ছে। প্রকল্পটির একটি সেকশনের নির্মাণ কাজ বর্তমানে প্রায় শেষ হওয়ার পথে রয়েছে। মোম্বাসা ও নাইরোবির মধ্যে সংযোগ ঘটনার প্রাথমিক লক্ষ্য নিয়ে এই বৃহত্তম প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হয়। এর পর ২০১৫ সালে মার্কেট শহর নাইভাসা পর্যন্ত এর সংযোগ বর্ধিত করা হয়। প্রকল্পের ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আশা করা হচ্ছে ২০১৭ সালের জুন মাসের মধ্যে বাকি কাজও সম্পন্ন করা সম্ভব হবে। এই রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে সেটা মোম্বাসা ও নাইরোবির মধ্যকার ১২ ঘণ্টার দূরত্ব ৪ ঘণ্টায় নামিয়ে আনবে। দীর্ঘতম এই রেলপথে প্রতি বছর আড়াই কোটি টন মালামাল পরিবহন করা যাবে বলে আশা করা হচ্ছে।
পূর্ব আফ্রিকা অঞ্চলের এই রেলওয়ে নির্মাণের মাস্টার প্লান বাস্তবায়িত হলে এই পথ মোম্বাসার সঙ্গে পরবর্তী সময়ে পূর্ব আফ্রিকার বৃহত্তম শহরগুলো, বিশেষ করে উগান্ডার কাম্পালা এবং দক্ষিণ সুদানের জুবার মতো শহরগুলো সংযোগ সৃষ্টি করতে পারবে। পূর্ব আফ্রিকার ৬টি দেশের আন্তঃসরকারের একটি সমন্বিত সংস্থা এই মাস্টারপ্লান বাস্তবায়ন করছে। দেশগুলো হচ্ছে বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তাঞ্জানিয়া ও উগান্ডা। এই দেশগুলো নিজের মধ্যে রাজনৈতিক ঐক্য এবং নিরাপদ পূর্ব আফ্রিকা গঠনের ব্রত নিয়ে কাজ করছে। রেলওয়ে প্রকল্পটি নির্মাণ করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চীনা রোড এন্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)। চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বৃহত্তম এই রেল প্রকল্পের নাইরোবি-মোম্বাসা অংশের ৯০ শতাংশের অর্থায়ন করছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন