শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতের তামিলনাড়ুসহ তিন রাজ্যে ভোট শুরু

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–তে গতকাল সোমবার নির্বাচনী ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই সঙ্গে নির্বাচন শুরু হয়েছে পন্ডিচেরি ও কেরালায়। তামিলনাড়–র মোট ২৩৪টি সিটের জন্যে বিধান সভা নির্বাচনে মোট ভোটার হলেন ৫ কোটি ৮২ লাখ। গতকালের নির্বাচনে তানজাভুরু ও আরাভাকুরুচি নামে দুটি সিটে নির্বাচন হয়নি। আগামী ২৩ মে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে, জানা গেছে, শান্তি রক্ষার জন্য সেখানে লক্ষাধিক সেনাসদস্যের নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পন্ডিচেরিতে নির্বাচিত হবেন ৩০ জন বিধানসভা সদস্য। সেখানে ভোটে অংশ নিচ্ছেন ৯ লাখ ৪ হাজার ভোটার। কেরালা বিধানসভা নির্বাচনে নির্বাচিত হবেন ১৪০ জন সদস্য। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কেরালায় ৫২ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয়েছে। কেরালার ২১ হাজার ৪৯৮ নির্বাচনী কেন্দ্রের মধ্যে মোট ৩ হাজার ১৭৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে আগেই ঘোষণা করা হয়। ইন্ডিয়া ট্যু ডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন