বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক ও জর্জিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে আজারবাইজান

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজারবাইজন প্রজাতন্ত্র ঘোষণা করেছে, তুরস্ক এবং জর্জিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দেশটি। এ ঘোষণা প্রতিবেশি আর্মেনিয়ার সঙ্গে উত্তেজনা আরো উস্কে দিবে। বিতর্কিত নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরভানে আলোচনার আগে এ মহড়ার ঘোষণা দেয়া হলো। অবশ্য এ মহড়া কবে শুরু হবে ঘোষণায় সে সম্পর্কে কোনো আভাস দেয়া হয়নি। তবে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকি হাসানোভ বলেছেন, আজারবাইজান, তুরস্ক এবং জর্জিয়ার সেনাদের যুদ্ধ সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য যৌথ মহড়ার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। গত মাসের পয়লা থেকে নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ ব্যক্তি নিহত হয়েছে। রেডিও তেহরান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন