শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইতালিতে বর্ণবাদবিরোধী পদযাত্রায় হাজারো মানুষ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইতালির মিলানে স্মরণকালের সবচেয়ে বড় বর্ণবাদবিরোধী জনসমাবেশ হয়েছে। দেশটির ক্ষমতাসীন ডানপন্থী দল গপুলিস্ট লিগ পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিলানের লম্বার্ডি এলাকায় দুই লক্ষাধিক বর্ণবাদবিরোধী মানুষ জড়ো হয়েছেন। পরে তারা বিশাল এক পদযাত্রায় অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার মানুষের মধ্যে অভিবাসীদের নিয়ে এক ধরনের ভয় ও ঘৃণা ছড়াচ্ছে। সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতা এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ইতালির নতুন অভিবাসন নীতি দেশকে আরও বেশি সুরক্ষা দেবে। ক্ষমতাসীন কট্টরপন্থী এ দলটি বরাবরই অভিবাসী বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। দেশের মানুষের মনে অভিবাসীদের ব্যাপারে মিথ্যা ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে। গত সেপ্টেম্বরে সরকার এমন একটি ডিক্রি জারি করে, ফলে কোনো অভিবাসী অপরাধ করলেই তার নাগরিকত্ব কেড়ে নেয়া হবে। সমাবেশে আসা বক্তারা এটিকে কালাকানুন আখ্যা দিয়ে সরকারকে গণতন্ত্র চর্চার দিকে মন দিতে বলেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন