জম্মু ও কাশ্মীরের কুপরা জেলায় গত তিন ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এতে বেশ কয়েকটি বসতবাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বন্দুকযুদ্ধে একটি আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, তবে কতজন বিদ্রোহীকে হত্যা কিংবা বাবাগুণ্ড গ্রামের আবাসিক এলাকাগুলোতে আত্মগোপনে রয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি। গত রাতে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি এবং অভিযান এখনও চলছে। শুক্রবার ভারতীয় সেনাবাহিনী বলেছে, গ্রামের ভেতর লুকিয়ে থাকা দুই বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সামনের দিকে এগোতে থাকলে ভেতর থেকে গুলি আসতে শুরু করে। ৬০ ঘণ্টার বন্দুকযুদ্ধে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এতে একজন কমান্ড্যান্ডসহ অন্তত আটজন আহত হয়েছেন। সূত্র জানায়, মৃত্যুর মতো পড়ে থাকা এক বিদ্রোহী একটি বাড়ির ধ্বংসস্তূপের মধ্য থেকে বেরিয়ে এলোপাতাড়ি গুলি করা শুরু করেন। এতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা হকচকিয়ে যান। বিদ্রোহীরা আত্মগোপনে আছে সন্দেহে গত তিন দিনে দুই থেকে তিনটি আবাসিক ভবন সন্ত্রাসবিরোধী অভিযানে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করে দিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মুখে পড়ে স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন