ইনকিলাব ডেস্ক : জার্মানির কোলনে বর্ষবরণ উৎসবে নারী নির্যাতনের ঘটনার রেশ আজো কাটেনি। সপ্তাহান্তে বার্লিনের রাজপথে এক উৎসবেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে বার্লিনের রাজপথে প্রতি বছর আয়োজিত হয় এক সাংস্কৃতিক কার্নিভাল। ব্রাজিলের সাম্বা নাচ থেকে শুরু করে বাংলাদেশের লোকনৃত্য দেখার সুযোগ পান সাধারণ মানুষ। নাচের তালে তাল মিলিয়ে যোগ দেবার সুযোগও রয়েছে। এ বছর একটি অপ্রিয় ঘটনা সেই উৎসবের আমেজ কিছুটা মাটি করে দিয়েছে। বার্লিন পুলিশের সূত্র অনুযায়ী রোববার কার্নিভাল উৎসবের সময় জনা দশেক তরুণ দু’জন নারীর উপর যৌন হামলা চালিয়েছে এবং নাচের ছল করে নারীদের কাছে গিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছে। তিনজন হাতেনাতে ধরাও পড়েছে। দুষ্কৃতিদের মধ্যে দু’জন তুর্কি বংশোদ্ভূত। তৃতীয়জনের পরিচয় এখনো জানা যায়নি। ফলে কোলনের মতো এবারো অভিযোগের আঙুল বিদেশির দিকে উঠতে পারে। কোলনের ঘটনার অনেক পরে অনেক নারী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বার্লিনের পুলিশ এবার আগেভাগেই সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছে। কার্নিভালের সময় কোনো অপরাধ ঘটে থাকলে অবিলম্বে তা জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। ডিডব্লিউ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন