ইনকিলাব ডেস্ক : সিরিয়ার চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে সামরিক শক্তি ব্যবহার করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সউদি আরব। ভিয়েনায় ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ বা আইএসএসজি’র বৈঠকে এ ঘোষণা দেন সউদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর। তিনি দাবি করেন, তার ভাষায়, সউদি আরব মনে করে অনেক আগেই সিরিয়া সংক্রান্ত প্ল্যান বি নিয়ে রিয়াদের এগিয়ে যাওয়া উচিত ছিল। বিকল্প এ পরিকল্পনা অনুযায়ী বাশারের প্রশাসনের বিরুদ্ধে সামরিক শক্তিপ্রয়োগ তীব্রতর করা হবে। অপরদিকে অভিযোগ করা হয়ে থাকে যে, সিরিয়ায় তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোকে সবচেয়ে বেশি সমর্থন যোগাচ্ছে সউদি আরব এবং প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রতিও জোর সমর্থন দিচ্ছে রিয়াদ। এদিকে সিরিয়া বিষয়ক ভিয়েনা বৈঠক উল্লেখযোগ্য কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সউদি আরবের পাশাপাশি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের সদস্য দেশগুলো ভিয়েনা সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছিল। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন