মাথার ঝরে যাওয়া চুল ফিরে পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেন। কেউ কেউ কেমিক্যালে মেশানো তেল-শ্যাম্পু থেকে ধরে সমস্যার সমাধান করতে দামি ওষুধও লাগান। আবার অনেকে হেয়ার ট্রান্সপ্লান্টের পথও বেছে নেন। আর পাঁচজনের মতো ৪৩ বছরের শ্রাওয়ান কুমার চৌধুরীও ভেবেছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে হারিয়ে যাওয়া চুল ফিরে পাবেন তিনি। কিন্তু সে ইচ্ছা আর পূরণ হল না তার। সাধের চুল ফিরে পেতে গিয়ে প্রাণ হারালেন তিনি। পুলিশ জানিয়েছে, গত ৭ মার্চ মুম্বাই সেন্ট্রালের একটি ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। শুক্রবার মধ্যরাত আড়াইটা নাগাদ শেষ হয় সেই অস্ত্রোপচার। তারপর থেকেই বিভিন্ন সমস্যায় ভুগতে শুরু করে মুম্বাইয়ের সাকিনাকার বাসিন্দা শ্রাওয়ান। শুরু হয় শ্বাসকষ্ট। মুখে ও গলায় ব্ল্যাস বেরোতে থাকে। পরিস্থিতির অবনতি ঘটলে তাকে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষমেশ ৯ মার্চ হার মানেন শ্রাওয়ান। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন