সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বোমারু বিমান বিধ্বস্ত

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটি থেকে বি-৫২ নামের বোমারু বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। বিবিসি জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টায় অ্যান্ডারসেন বিমান বাহিনীর ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। বিমানের সাত ক্রুর সবাই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। নৌবাহিনী একে দুর্ঘটনা হিসেবেই দেখছে। প্রশান্ত অঞ্চলে সামরিক নজরদারির অংশ হিসেবে নর্থ ড্যাকোটায়র মার্কিন ভূখ-ে এই বিমান মোতায়েন ছিল। বি-৫২ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের শৌর্যবীর্যের প্রতীক মনে করা হয়। অনেকে একে ‘দানব বিমান’ বলে থাকেন। ১৫৯ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যরে বিমানটির চলার গতি ছিল ঘণ্টায় ১০৪৫.৮৫ কিলোমিটার। ৬০ বছর আগে চালু করা এই বিমান ভিয়েতনাম থেকে আফগানিস্তানে হামলায় অংশ নেয়। বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এই বিমান। ২০০৮ সালে গুয়ামে একটি বি-৫২ বিমান বিধ্বস্ত হলে ছয় ক্রু নিহত হন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার বি-৫২ বিমানটি শীতল যুদ্ধের সময় পরমাণু হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় ব্যবহৃত হয়েছে। উত্তর ভিয়েতনামে বোমা হামলায়ও এটি ব্যবহার করা হয়। ১৯৯১ সালে ইরাক যুদ্ধে ৪০ ভাগ হামলা হয় এই বিমানটি দিয়ে। এটি আকাশেই জ্বালানি নিতে সক্ষম। ক্রজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বোমা হামলায়ও এটি ব্যবহৃত হতো। বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে এটি হামলায় সক্ষম। উপসাগরীয় যুদ্ধের সময় এটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বার্কসডেল সামরিক ঘাঁটি থেকে উড়ে গিয়ে ইরাকে হামলা শেষে ৩৫ ঘণ্টার উড্ডয়নের পর আবার নিজ ঘাঁটিতে ফিরে এসেছে। ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ায় বিমান হামলা এবং ২০০১ ও ২০০২ সালে আফগানিস্তানে আল-কায়েদা ও তালিবানের ওপর হামলায় এটি অংশ নেয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন