রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লেবাননে ১০৬ জনের মৃত্যুদন্ডের রায়

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননের একটি সামরিক আদালত ১০৬ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দিয়েছে। ২০১৪ সালে দেশের উত্তর-পূর্বে সিরিয়া সীমান্তের কাছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে এ মৃত্যুদ- দেয়া হয়েছে। আদালতের একটি সূত্র জানায়, বিচারক নাজাত আবু চাকরা ৭৩ জন সিরীয়, ৩২ জন লেবাননি এবং একজন ফিলিস্তিনিকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখা এবং আরসাল এলাকায় সেনাবাহিনীর ওপর হামলার জন্য অভিযুক্ত করেছেন। অভিযুক্ত ১০৬ জনের মধ্যে ৭৭ জন আটক রয়েছে আর বাকিরা পলাতক। এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানো, সেনা হত্যা এবং লেবাননের বহুসংখ্যক সেনাকে হত্যার চেষ্টা, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের হত্যা এবং কয়েকজন চাকরিজীবীকে অপহরণ, সামরিক পোস্টে লুটপাট ও আগুন লাগানো এবং দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চোর অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারকের মত, লেবাননের ১৫ বছরের বেশি বয়সী যেসব ব্যক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সবাইকে হত্যা করবে বলে সন্ত্রাসীরা সিদ্ধান্ত নিয়েছিল। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন