ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এ ঘোষণা দেন তিনি। ২০১৪ সালে ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করাকে কেন্দ্র করে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থি যোদ্ধাদের সংঘর্ষের সূত্রপাত হয়। রুশপন্থিরা অধিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দেখা দেয়। ইউক্রেনের লড়াই বন্ধে বেলারুশিয়ার রাজধানী মিনস্কে গত বছর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা কখনোই পুরোপুরি কার্যকর হয়নি। ব্রাসেলসে কেরি বলেন, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সংলাপ চায় ন্যাটো। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন