ইনকিলাব ডেস্ক : কোস্টারিকার কেন্দ্রীয় এলাকার তুরিয়ালবা আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হয়েছে। এর থেকে নির্গত ধোঁয়া ও ছাই তিন হাজার মিটার পর্যন্ত উৎক্ষিপ্ত হচ্ছে। বিবিসি বলছে, এর ফলে ৪৫ কিলোমিটার দূরে রাজধানী সান হোসের ভবন ও গাড়িগুলো ছাইয়ের স্তরে ঢাকা পড়ছে এবং শহরজুড়ে সালফারের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা নিয়ে কয়েকশ মানুষ হাসপাতালগুলোতে গিয়ে ভিড় করেছে। রাজধানীসহ আশপাশের কয়েকটি শহরের কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কোস্টারিকাগামী বিমান যাত্রা বাতিল করা হয়েছে এবং অনেকগুলো ফ্লাইট গন্তব্য পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কোস্টারিকার ন্যাশনাল ইমার্জেন্সিস কমিশন মানুষদের ফুসফুস ও ত্বক রক্ষার জন্য মাস্ক ও আটোসাঁটো পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন