শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঝাড়খন্ডে নকশালি হামলায় ৭ পুলিশসহ নিহত ৯ জন

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ঝাড়খ- রাজ্যে মাওবাদী নকশালপন্থীদের ল্যান্ডমাইন হামলায় পুলিশসহ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই পুলিশ কর্মী। অন্য ২ জন বেসামরিক নাগরিক। হামলার ঘটনায় অন্য ৬ পুলিশ জওয়ান আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও হিন্দি ‘আজতক’ মিডিয়াতে ৬ জওয়ান নিহত এবং ৬ জওয়ান আহত হওয়ার কথা প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অনলাইন মিডিয়া সূত্রে প্রকাশ, গত বুধবার সন্ধ্যায় নকশালপন্থীরা পুলিশ গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। পালামুর ছতরপুর থানার কালাপাহাড় এলাকায় নকশালরা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ গাড়িটি উড়িয়ে দেয়।
হামলার শিকার ওই পুলিশ জওয়ানরা হুসাইনাবাদ পুলিশ থানায় মোতায়েন ছিল। তারা নকশালবিরোধী এক অভিযান থেকে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট পুলিশ গাড়িটিতে ওই সময় ১৫ জন পুলিশের জওয়ান ছিলেন। ঘটনায় হুসাইনাবাদ থানার পুলিশ কর্মকর্তা রাজেশ প্রসাদ রজক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অন্য একটি সূত্রে প্রকাশ, ওই এলাকায় আগে থেকেই নকশালদের বিরুদ্ধে পুলিশের সংঘর্ষ চলছিল। যে গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়েছে ওই গাড়িটি অভিযান চালানো জওয়ানদের সাহায্যের জন্য যাচ্ছিল। আহত জওয়ানদের ডাল্টনগঞ্জে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাদের রাঁচিতে পাঠানো হয়েছে।  ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন