ইনকিলাব ডেস্ক : জাপানে একদিনে ১৪০০টি এটিএম বুথ থেকে ভুয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ ডলার বা ১৪৪ কোটি ইয়েন (প্রায় ১০০ কোটি টাকা) তুলে নেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। গত ১৫ মে মাত্র আড়াই ঘণ্টার মধ্যে টোকিও এবং অন্য ১৫টি শহর থেকে ১০০ লোক এসব টাকা তুলে নেয় বলে সন্দেহ করছে পুলিশ। দক্ষিণ আফ্রিকার একটি ব্যাংকের তথ্য চুরি করে আন্তর্জাতিক চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। এ সময় মোট ১৪,০০০ লেনদেন হয় এবং প্রতিবার এটিএম কার্ডের সর্বোচ্চ উত্তোলন সীমা ১ লাখ ইয়েন বা ৭০ হাজার টাকা তুলে নেয় জালিয়াত চক্র। সম্প্রতি বাংলাদেশেও এটিএম বুথ থেকে ভুয়া কার্ডের মাধ্যমে টাকা তোলার ঘটনা ঘটেছে। এতে বিদেশিদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন