বিয়েটা কোনোরকমে সেরে সোজা ভোটকেন্দ্রে এসে হাজির নবদম্পতি। গায়ে বিয়ের পোশাক জড়িয়ে। তাদের ঘিরে ভোটারদের মাঝে দেখা দেয় অন্যরকম এক উন্মাদনা। কেউ আসছেন সেলফি তুলতে, কেউ শুভেচ্ছা জানাতে। বৃহস্পতিবার সকালে ভারতের উধমপুর কেন্দ্রের একটি বুথে দেখা যায় এই দম্পতিকে। বুধবার রাতভর চলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে সেরেই ভোরে তারা ছুটেন ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। ভোটাধিকার প্রয়োগের আনন্দটা মাটি হতে দিতে চাননি তারা। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন সকালেই বিয়ের কাজ সেরে ভোট দিতে একসঙ্গে কেন্দ্রে গেছেন এক নবদম্পতি। জিনিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন